লকডাউন ? থাকুক আর নাই থাকুক, কাস্টমাররা কিন্তু অনলাইনে ? আছেই। তাই আপনার ব্যবসা চালু রাখুন এই রমজানে – আমাদের স্পেশাল অনলাইন ক্যাম্পেইন প্যাকেজের (Ramadan Special Campaign Offer) মাধ্যমে।
শুরু হচ্ছে মাত্র ২৯৫০ টাকা থেকে – ১৮% লিমিটেড টাইম ডিস্কাউন্ট সহ।
কি কি পাচ্ছেন? ?
? আপনার চয়েজ অনুযায়ী ক্যাম্পেইন আইডিয়াঃ
আপনার সেলস গোল অনুযায়ী, ক্যাম্পেইন আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন। কারণ আপনার ব্যবসার চাহিদা আপনিই ভালো জানেন। প্রয়োজন অনুযায়ী কনসাল্ট করবো আমরাও। ক্যাম্পেইন সাজিয়ে দেওয়ার দায়িত্বও আমাদের। (৩০ মিনিটের ক্যাম্পেইন কনসাল্টেশন পাবেন একদম ফ্রি-তে)।
?️ আমাদের তৈরি করা অ্যাড-রেডি সোশ্যাল ক্রিয়েটিভ কন্টেন্টঃ
আপনার ক্যাম্পেইন আইডিয়া অনুযায়ী আমরা তৈরি করে দেব সোশ্যাল স্ট্যাটিক কন্টেন্ট (স্টিল-ইমেজ বেইজড)। কোন ভিডিও অথবা ইন্টার্যাক্টিভ কন্টেন্ট-এর জন্য এই অফারটি প্রযোজ্য নয়। কারন এখানে আমরা ১৬% ছাড় দিচ্ছি আমাদের রেগুলার কন্টেন্ট প্রাইস থেকে। অন্য ধরনের কন্টেন্ট এর জন্য আমাদের কাছে সার্ভিস চার্জ জেনে নিতে পারেন।সোশ্যাল মিডিয়ার গাইডলাইন মেনে কন্টেন্ট তৈরি করা হবে যা কিনা অ্যাড পারফরমেন্স বাড়িয়ে দিতে সহায়ক।বোনাসঃ ক্ষেত্র বিশেষে সোশ্যাল কন্টেন্টটি প্লেসমেণ্ট অনুযায়ী অ্যাডাপ্ট করা হবে (যেমনঃ নিউজফিডের জন্য SQUARE আর স্টোরি-এর জন্য VERTICAL
? অনলাইন অ্যাড টার্গেট, মনিটর আর ইম্প্রুভমেন্টঃ
সোশ্যাল মিডিয়া অ্যাড টার্গেট-এর জন্য আপনার কাছে থেকে প্রাথমিক ধারনা নিয়ে (আপনার কাস্টমার কারা, কোথায় থাকে, বয়স, তাদের শপিং ব্যবহার), আমাদের নিজস্ব রিসার্চ আর সোশাল অ্যাড প্ল্যাটফর্ম থেকে ফিল্টার করে আপনার টার্গেট কাস্টমার তৈরি করা হবে এই ক্যাম্পেইনের জন্য।
সেই সাথে কোন অবজেক্টিভ, বিড, টাইম এবং কল-টু-একশনটি পারফেক্ট হবে, তা আমরা সেট করে দেব। অ্যাড চালু হলে, নিয়মিত মনিটরিং এবং অটোমেশন রুল ম্যানেজ করা হবে। ক্ষেত্র-বিশেষে অ্যাড সেটিং পরিবর্তন করা হবে যাতে পারফরমেন্স আরও বৃদ্ধি পায়। কোন ছাড় থাকছে না, এই ক্যাটাগরির জন্য।
? কমিউনিটি ম্যানেজার দ্বারা কমেন্ট আর ম্যাসেজ রিপ্লাইঃ
ম্যাসেজ-অ্যাড-এ যদিও আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই তৈরি করে দিবো, তারপরও এই ক্যাম্পেইন-এর নির্দিষ্ট* সময়সীমার মাঝে আমাদের কমিউনিটি ম্যানেজার 4 দিনে 4- ঘণ্টার কমেন্ট আর ম্যাসেজ
প্রফেশনাল ভাবে রিপ্লাই দিবে সার্ভিস গাইডলাইন মেনে চলে। পাচ্ছেন ৩৩% ছাড় এখানেও।
? ক্যাম্পেইন ও অ্যাড রিপোর্টঃ
ক্যাম্পেইন শেষ হলে আপনি পেয়ে যাবেন সোশ্যাল-প্ল্যাটফর্মের ইনভয়েস সহ, সম্পূর্ণ অ্যাড রিপোর্ট।
নিয়মাবলী ?
- এই ক্যাম্পেইনের সর্বোচ্চ সময়সীমা ২ সপ্তাহ। ঈদ ২০২০ এর আগে পর্যন্ত।
- অ্যাড বাজেট এই ক্যাম্পেইনের অন্তর্গত না। আলাদা ভাবে, অন্তত ৩০০০ টাকার অ্যাড বাজেট আপনার থাকতে হবে।
- এই স্পেশাল প্যাকেজ-এর শুরু হচ্ছে ২৯৫০ টাকা থেকে যা কিনা সর্বনিম্ন ৩০০০ টাকার অ্যাড বাজেট এর উপর ভিত্তি করে তৈরি করা। অ্যাড বাজেট বৃদ্ধির সাথে প্যাকেজ এর চার্জ-ও পরিবর্তন হবে। যা কিনা আমরা আগেই জানিয়ে দেব।
- ক্রিয়েটিভ কন্টেন্ট এবং কমিউনিটি ম্যানেজমেন্ট এর সার্ভিস চার্জ ডিসকাউন্ট-সহ অপরিবর্তিত থাকবে। তাই যত বড় বাজেটের ক্যাম্পেইনই চালান না কেন – সুবিধা সমানই থাকছে।
- হাইপ ঢাকা ম্যানেজমেন্ট এই নিয়মাবলি পরিবর্তন করার অধিকার রাখে। তবে যা আগেই যোগাযোগ করে জানানো হবে।
ব্যবসাকে বাড়িয়ে নিন এই লকডাউনেও।
? দেরি না করে আজই যোগাযোগ করুন ?
- ☎ +88-01971083058 (WhatsApp)
- ? hello@hypedhaka.com
- ? hypedhaka.com/contact-us